শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১১ সেফটি চোরাই শাল ও গজারী কাঠ উদ্ধার করেছে বিজিবি। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্তপলী খাড়ামোড়া থেকে স্থানীয় তাওয়াকুচা বিওপি’র হাবিলদার আবু বক্করের নেতৃত্বে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ওই কাঠগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত চোরাই কাঠের মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। পরে উদ্ধারকৃত কাঠগুলো বালিজুরী রেঞ্জের সদর বিট কর্মকর্তা নহুস হাজং এর কাছে হস্তান্তর করা হয়।
