স্টাফ রিপোর্টার : প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে শেরপুরে ১৭ জানুয়ারী শুক্রবার বর্ণাঢ্য র্যালি হয়েছে। গ্রামীণ ফোন-চ্যানেল আই প্রকৃতি মেলা উপলক্ষ্যে শেরপুর জেলা ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ ওই র্যালির আয়োজন করে। পৌর নিউমার্কেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক মুহম্মদ মুহসীন আলী র্যালির উদ্বোধন করেন। এসময় জেলা প্রকৃতি ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রকৃতিপ্রেমী শিব শংকর কারুয়া, জেলা তথ্য অফিসার জালাল উদ্দিন বক্তব্য রাখেন।
র্যালিতে পৌর প্যাণেল মেয়র মো. নজরুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মানিক দত্ত, ক্যাপ নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মনোরঞ্জন দে, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান, জেলা উদীচী সভাপতি তপন সরোয়ার অংশগ্রহণ করেন। এছাড়াও র্যালিতে মডেল গার্লস কলেজ, নবারুণ পাবলিক স্কুল ও শেরপুর এটিআই শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। র্যালি শেষে শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরন করা হয়।
