নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে কালো পতাকা মিছিল ও মানববন্ধনসহ প্রতিবাদ সভা হয়েছে। ১৬ই জানুয়ারি দুপুর ১২ টায় সংগঠনের নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে নন্দীগ্রাম হিন্দুপাড়া শ্রী শ্রী রাঁধা গোবিন্দ মন্দির চত্বর থেকে বিশাল কালো পতাকা মিছিল বের হয়। এরপর বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি তীর্থ সলিল রুদ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বগুড়া-৪ আসনের এমপি রেজাউল করিম তানসেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, জাসদ নেতা কামরুজ্জামান ও জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার সভাপতি কানাই চন্দ্র উরাও প্রমুখ।
