ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ দেশব্যাপি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বোরচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে ১৭ জানুয়ারী বেলা ১১ টায় ডুমুরিয়ার বাসষ্টান্ডে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বেসরকারি উন্নয়ন সংস্থা ধ্রুব’র আয়োজনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। সংস্থার নির্বাহী প্রধান মিঃ উত্তম দাসের সভাপাতত্বে মানব বন্ধনে প্রধান অতিথি’র বক্তব্যদেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী আব্দুল হাদী। বিশেষ অতিথি’র বক্তব্যদেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামছুদ্দোজা। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন, সংস্থার আর্ন্তজাতিক ডিরেক্টর মিঃ ট্রয় এন্ডারসন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেহেদি আল মাসুদ, শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, প্রকল্প সমন্বয়কারী মিস মুক্তি দাস, পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী, অলোক দাস, সাগরিকা দাস, চম্পা দাস, লিটন বৈরাগী, তমিনা দাস, টুম্পা দাস ও শিবুদাস প্রমুখ। পরে সংস্থার উদ্যোগে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সমাজের সুবিধাবঞ্চিত ও দলিত সম্প্রদায়ের ১৫০ জন ছাত্রীর হাতে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
