নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কৃতি সন্তান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর দুইদিনের সরকারি সফরে নীলফামারীতে আসছেন আজ শুক্রবার। আগামিকাল নীলফামারী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রী নূরকে দেয়া হবে গণসংবর্ধনা। এছাড়া তিনি জেলার টুপামারি ইউনিয়নে গত বছরের ১৪ ডিসেম্বর সহিংস ঘটনায় নিহত শহীদদের কবর জেয়ারত, পলাশবাড়ি ও লক্ষীচাপ ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেবেন। সফরের ২য় দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি, কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় এবং প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করবেন তিনি। এদিকে আসাদুজ্জামান নূর মন্ত্রী হওয়ায় গোটা জেলায় মানুষের মাঝে আনন্দ- উদ্দিপনা সৃষ্টি হয়েছে।