রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ২১ কেন্দ্রে পূনঃ ভোট চলছে। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার ২১ টি ভোট কেন্দ্রে দূর্বৃত্তদের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই অগ্নিসংযোগ জাল ভোট প্রদানের কারনে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ২১ টি ভোট কেন্দ্র স্থগিত করেন।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার স্থগিতকৃত ২১ কেন্দ্রের ভোট পূনরায় গ্রহন চলছে। স্থগিত ২১ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ২৭৯। ৫ জানুয়ারী নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ৮১ টি কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী মহাজোট প্রার্থী ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল (নৌকা) পেয়েছেন ৩২হাজার ৫৭ ভোট ও প্রতিদ্ধন্ধি প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ২০ হাজার ৯১১। ফলাফল অনুযায়ী লায়ন এম এ আউয়াল (নৌকা) স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম থেকে ১১হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। নির্বাচন সর্ম্পুন করতে ২১ কেন্দ্রের জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের প্রায় দেড় সহ¯্রাধীক সদস্য কেন্দ্র এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল অব্যাহত চলছে।
এব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কাজী মাহাবুবুল আলম জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ২০জন পুলিশ ও ১২ জন আনসার দায়িত্বে রয়েছেন ।
এছাড়া প্রত্যক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ সেনাবাহিনী ৮ টি, বিজিবির ১০ টি, পুলিশ ৮টি ও র্যাবের ৪টি করে গাড়ী স্টাইকিংফোর্স সার্বক্ষনিক কেন্দ্র ও তার আশপাশ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে টহল অব্যাহত চলছে।
