ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ২১ কেন্দ্রে পূন:ভোট চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ৫:৫৯ অপরাহ্ণ

Laksmipur_District_Map_Bangladesh-70রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ২১ কেন্দ্রে পূনঃ ভোট চলছে। গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার ২১ টি ভোট কেন্দ্রে দূর্বৃত্তদের ব্যালট বাক্স ও ব্যালট পেপার ছিনতাই অগ্নিসংযোগ জাল ভোট প্রদানের কারনে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ২১ টি ভোট কেন্দ্র স্থগিত করেন।

Shamol Bangla Ads

১৬ জানুয়ারী বৃহস্পতিবার স্থগিতকৃত ২১ কেন্দ্রের ভোট পূনরায় গ্রহন চলছে। স্থগিত ২১ কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৫০ হাজার ২৭৯। ৫ জানুয়ারী নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ৮১ টি কেন্দ্রের মধ্যে ৬০ কেন্দ্রের ঘোষিত ফলাফল অনুযায়ী মহাজোট প্রার্থী ও বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল (নৌকা) পেয়েছেন ৩২হাজার ৫৭ ভোট ও প্রতিদ্ধন্ধি প্রার্থী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম (আনারস) পেয়েছেন ২০ হাজার ৯১১। ফলাফল অনুযায়ী লায়ন এম এ আউয়াল (নৌকা) স্বতন্ত্র প্রার্থী সফিকুল ইসলাম থেকে ১১হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। নির্বাচন সর্ম্পুন করতে ২১ কেন্দ্রের জন্য সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের প্রায় দেড় সহ¯্রাধীক সদস্য কেন্দ্র এলাকাসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল অব্যাহত চলছে।
এব্যাপারে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কাজী মাহাবুবুল আলম জানান, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের জন্য ২০জন পুলিশ ও ১২ জন আনসার দায়িত্বে রয়েছেন ।
এছাড়া প্রত্যক কেন্দ্রের জন্য একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ সেনাবাহিনী ৮ টি, বিজিবির ১০ টি, পুলিশ ৮টি ও র‌্যাবের ৪টি করে গাড়ী স্টাইকিংফোর্স সার্বক্ষনিক কেন্দ্র ও তার আশপাশ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে টহল অব্যাহত চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!