মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের একটি পান বরজে অভিযান চালিয়ে আধা কেজি গান পাউডার উদ্ধার করেছে পুলিশ। ১৫ জানুয়ারী বুধবার সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের জামালউদ্দীনের পান বরজ থেকে কসবা পুলিশ ক্যাম্প সদস্যরা এ অভিযান চালায়।

কসবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফ রহমান জানিয়েছেন, সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরীর জন্য ওই গান পাউডার রাখে। গোপন সংবাদের ভিত্তিতে পান বরজে অভিযান চালিয়ে আধা কেজি গান পাউডার উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত কয়েক জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আলম।
