সাতক্ষীরা প্রতিনিধি : বেসরকারী সংস্থা ব্র্যাকের উদ্যোগে সাতক্ষীরার তালা উপজেলার শীতার্ত দরিদ্র্য প্রায় ২শ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ১৫ জানুয়ারী বুধবার উপজেলা পরিষদ মাঠে ওই কম্বল শীতার্ত মানুষের হাতে তুলে দেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
দরিদ্র্য মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তালা রিপোটার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন, সাংবাদিক আব্দুল আলীম, ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শহীদ হোসেন, তালা উপজেলা ওয়াশ প্রকল্পের ম্যানেজার মোঃ জাহাঙ্গীর হোসেন, এরিয়া ম্যানেজার (দাবি) মোঃ লুৎফর রহমান, শিক্ষা কর্মসূচীর ম্যানেজার বিপ্রকাশ ও শাখা ম্যানেজার (দাবি) মোঃ জহিরুল ইসলামসহ সুফলভোগী নারী পুরুষরা এসময় উপস্থিত ছিলেন।
