সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষে এক শিবির কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় দু’পুলিশ কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাংলা বাজারে ওই ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ, দু’টি বোমা, ও দু’টি ধারালো রামদা উদ্ধার করেছে। নিহত শিবিরকর্মী আনোয়ারুল ইসলাম (২৬)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার নাংলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক চন্দ্র াবশ্¦াস, উপপরিদর্শক (শিক্ষানবীশ) তানভির হাসান, সিপাহী জাহাঙ্গীর হোসেন, মাহাফুজ আলম ও গৌতম সাহা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক চন্দ্র বিশ্বাস জানান, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নাশকতা সৃষ্টির জন্য জামায়াত ও শিবির কর্মীরা নাংলা বাজেরর পাশে একটি বিলের পাশে জড়ো হয় । প্রতিহত করতে এগিয়ে এলে জামায়াত শিবির পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোমা ছোঁড়ে । আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে । সংঘর্ষে গুলিবিদ্ধ হন জামায়াতকর্মী আনারুল ইসলাম । তিনিসহ পাঁচ পুলিশ সদস্য জামায়াত শিবিরের হামলায় আহত হন। সকাল ১০টার দিকে সাতক্ষীরা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলামকে মৃত বলে ঘোষনা করে । আহত পুলিশ সদস্যদের দেতবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছয় রাউÐ কার্তুজ, দু’টি শক্তিশালী বোমা ও দু’টি ধারালো রামদা উদ্ধার করা হয়েছে। কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় দেবহাটা থানার উপপরিদর্শক জিয়াউল হক বাদি হয়ে ছাত্রশিবির কর্মী আনোয়ারুল ইসলামকে প্রধান আসামী করে মঙ্গলবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।