তাপস চন্দ্র সরকার, কুমিলা : যশোর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, লক্ষীপুর ও সাথিয়াসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করার প্রতিবাদে অরুণোদয় কুমিলা জেলা শাখার উদ্যোগে ১৫ জানুয়ারি বুধবার বিকেলে কুমিলা টাউন হল গেইটে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বৌদ্ধ ধর্ম্মালম্বী সম্প্রদায়ের যুব সংগঠন অরুণোদয় এর সভাপতি ঋৃত্বিক সিংহের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ কুমিলা মহানগর শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল দে, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিলা জেলা শাখার প্রচার সম্পাদক তাপস চন্দ্র সরকার, কুমিলার সংবাদ ব্যবস্থাপনা সম্পাদক অমল মজুমদার, কুমিলা ট্যুরিষ্ট ভিশনের সভাপতি বরুণ চক্রবত্তী অ্যাড. দোলন প্রমুখ। এতে একাত্বতা প্রকাশ করেন- কুমিলার বিশিষ্ট ব্যবসায়িক চানু চেয়ারম্যান, শাহাজান সিরাজ।
এতে বক্তারা বলেন, একদিকে সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করছেন র্দুবৃত্তরা। অন্যদিকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে মানব বন্ধন, বিক্ষোভ অব্যাহত রেখেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। যশোর, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, লক্ষীপুর ও সাথিয়াসহ সারাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা, বাড়ী-ঘর ভাংচুর ও অগ্নি সংযোগকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।