কুষ্টিয়া প্রতিনিধি : দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্ট।
বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া শহরের বড় বাজারের এনএস রোডে মানববন্ধনটি শেষ হলে একটি সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর বন্ধের পাশাপাশি দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু রতন কুমার পাল, জেলা বিএনপি’র সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু প্রমুখ।