স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা বিএম এর সাবেক সভাপতি, বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিএস এর চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আশকার আলী (৮০) ১৫ জানুয়ারী বুধবার বিকেল পৌণে ৫ টায় রাজধানী ঢাকার বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, এক পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার বেলা ২টায় স্থানীয় তেরাবাজার মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান ও জেলা বিএম এর সভাপতি ডা. এম এ বারেক তোতা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ও শ্যামলবাংলা২৪ডটকম এর নির্বাহী সম্পাদক শাহ আলম বাবুল গভীর শোক প্রকাশ করেছেন।