স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির সর্বাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক মরহুম আলহাজ্ব এডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালামের প্রথম মৃত্যুবার্ষিকী কাল (১৬ জানুয়ারী বৃহস্পতিবার)। গত বছরের এই দিনে তিনি হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় দীর্ঘ ১৮ দিন ঢাকার একটি ক্লিনিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান।

এডভোকেট কালাম ফাউন্ডেশনের সদস্য সচিব এডভোকেট সামিউল ইসলাম আতাহার ও মরহুম কালামের একমাত্র পুত্র প্রভাষক মামুনুর রশিদ পলাশ জানান, তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে সকালে কালোব্যাজ ধারণ, দুপুরে দু:স্থ্যদের মাঝে খাদ্য বিতরণ ও সন্ধ্যায় স্থানীয় পৌর টাউনহলে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মরণসভায় শেরপুরের জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মোঃ আব্দুল হালিম প্রধান অতিথি এবং সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এতে সভাপতিত্ব করবেন কালাম ফাউন্ডেশনের আহবায়ক এডভোকেট্ মোঃ সিরাজুল ইসলাম।
