রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে ১৫ জানুয়ারী বুধবার সিংগারডাবড়ীহাট বহুমূখী সমবায় সমিতির উদ্যোগে ৫ শতাধিক দুঃস্থ-অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-রংপুর বিভাগীয় যুগ্ম নিবন্ধক কর্মকর্তা আক্তারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, কুড়িগ্রাম জেলা সমবায় কর্মকর্তা নজমুল হুদা, উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজারহাট সদর ইউপি’র চেয়ারম্যান মোঃ এনামুল হক, সমিতির সাঃ সম্পাদক এস,এ বাবলু, ইউপি সদস্য মোঃ আব্দুল বাতেন, আঃ আউয়াল মন্ডল, অবিনাশ চন্দ্র রায়, আঃ ওয়াহেদ সরকার, মোঃ জাফর আলী প্রমূখ।