রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে বাবুল মিয়া(৩৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নুরুল হক মেম্বারের বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া ওই এলাকার আবদুল মোনাফের পুত্র এবং পেশায় একজন সিএনজি আটোরিক্সা চালক।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘরে বৈদ্যুতিক মোটর নাড়াছাড়া করতে গিয়ে বাবুল মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে পাইওনিয়ার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত ঘোষনা করেন।