মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে স্কুল ছাত্র শাইখ হাসান প্রান্ত’র হত্যাকারীদের আটক এবং বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত মানববন্ধন করেছে তার সহপাঠিরা। কনকনে শীত উপেক্ষা করে ১৫ জানুয়ারী বুধবার বেলা ১১টার সময় টেকনিক্যাল কলেজের সামনের সড়কে কালো ব্যাচ ধারন করে এ মানব বন্ধন করা হয়। পরে টেকনিক্যাল কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়ে তাহের ক্লিনিকের সামনে গিয়ে শেষ হয়।

এদিকে একই সময়ে একই দাবীতে শহরের তাহের ক্লিনিকের সামনেও মানব বন্ধন করেছে প্রতিবেশিরা। প্রান্ত’র পিতা-মাতাও এ মানব বন্ধনে অংশ নেয়। প্রান্ত’র মা সালমা বেগম ও তার বাবা মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষক জাহিদ হাসান মানববন্ধনে অংশ নিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় পরিবেশ শোকে ভারি হয়ে ওঠে। এদিকে হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচী দেয়ার ঘোষণা দিয়েছে মানব বন্ধনকারীরা। তবে প্রান্ত’কে হত্যা করা হয়েছে না সে আত্মহত্যা করেছে তা নিয়ে এখনও ধু¤্রজালের মধ্যে রয়েছে পুলিশ।
গত ৯ জানুয়ারি মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার বাড়ির সামনে থিকে নিখোঁজ হয় প্রান্ত। এরপর ১৩ জানুয়ারি সন্ধ্যায় শহরের উপকন্ঠে নতুন নির্মাণাধীন বাস টার্মিনালের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রান্ত মেহেরপুর পৌরসভার হিসাব রক্ষক জাহিদ হাসানের ছেলে ও মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।
