কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : প্রচন্ড শৈত্যপ্রবাহে কলারোয়ার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। মেঘলা আকাশ আর হিমেল ঠান্ডা বাতাসে শীত হয়ে উঠেছে আরো শীতল। বুধবার দিনভর সূর্য মামার দেখা না পাওয়ায় প্রচন্ড শীতের পাশাপাশি আবহাওয়া হয়ে উঠে গুমোট।

মঙ্গলবারও শৈত্যপ্রবাহ থাকলেও শেষ বিকেলে সামান্য সূর্যের তাপের পরশ পাওয়া যায় কিন্তু বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের তাপ তো দূরের কথা সূর্যকেই দেখা মেলেনি। হাড়কাপানো ঠান্ডায় অনেকের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। রাস্তাঘাটেও মানুষের চলাচল কম লক্ষ্য করা যায়। খুব প্রয়োজন ছাড়া অনেকে গাড়িঘোড়ায় চড়ে কোথাও চলাচল করেনি। আর শীতের প্রকপের কারণে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষেরা পড়ে চরম বিপাকে। দৈনন্দিন কাজকর্মে যেন কিছুটা আলসে ভাব চলে আসে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানান বয়সী মানুষেরা ঠান্ডায় বিপর্যস্থ হয়ে পড়ে। প্রায় সকলের হাত-পা ঠান্ডা বরফের মতো হয়ে পড়ে বলে জানালেন অনেকে। দিনের পুরোটা সময়ই প্রায় সকলে মাথায় টুপি-মাপলার থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত গরম পোশাক পড়ে থাকতে বাধ্য হয়। অপরদিকে, ছিন্নমূল জনগোষ্ঠির অনেকে শীতের গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সর্বোপরী গত দু’দিনের শৈত্যপ্রবাহে যবুথবু হয়ে উঠেছে কলারোয়ার সার্বিক জীবনযাত্রা।
