নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলা কমপ্লেক্সের সকল অফিসে ১৫ই জানুয়ারি দুপুর ১২ টায় ইন্টারনেট কার্যক্রমের উদ্বোধন করেনে, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) হাইয়ুল কাইয়ুম।
উদ্বোধন অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় কমিশনায় হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাইয়ুল কাইয়ুম, জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র সুশান্ত কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার মশিদুল হক, ওসি শাহজাহান আলী ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা প্রমুখ। এরপর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ কম্বল বিতরণসহ নন্দীগ্রাম মহিলা ক্লাব উদ্বোধন করেন।