ভোলা প্রতিনিধি : ভোলায় শীতজনিত রোগে এক সপ্তাহে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই শিশু নিমোনিয়া এবং দুই শিশু ভিন্ন রোগে মারা গেছে।
এদিকে , তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভোলার জনজীবন । বুধবার ভোলায় তাপমাত্রা নেমে আসায় কনকনে শীতে দিশেহারা হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সূর্যের দেখো মেলেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
তীব্র শীতে রেড়িবাঁধ ও উপকূল বর্তী বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের অবস্থা খুবই নাজুক। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিউমোনিয়াসহ শতিজনিত রোগও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস সূত্র মতে , বরিশাল বিভাগে বুধবার তাপমাত্রা ছিলো ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস । এর আগে মঙ্গলবার ১২ দশমিক ৫ ও সোমবার ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মোঃ ইউসুফ জানান, এ বছর সর্বনিম্নে তাপমাত্র ছিলো ৯ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর তাপমাত্রা বাড়তে শুরু করলেও ফের কমতে শুরু করেছে।
ভোলা সদর হাসপাতাল সূত্রে জানায়, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি সকাল পর্যন্ত চারটি শিশু মারা গেছে। এর মধ্যে দুই শিশু নিমোনিয়া এবং দুই শিশু ভিন্ন রোগে মারা গেছে।
ভোলা সদর হাসপাতালের আরএমও ডাঃ নিত্যানন্দ চৌধুরী জানান, শতি বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা শতিজনিত রোগে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে হাসপাতালে ৩০-৩৫টি শিশু ভর্তি হচ্ছে। তাদের চিকিৎসক ও নার্স চিকিৎসা সেবা দিচ্ছে। হাসপাতালে এসব রোগের পর্যাপ্ত পরিমান ঔষধ সরবরাহ রয়েছে।