ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি শহরের কাপুড়িয়া পট্টি তালুকদার মার্কেটের দ্বিতল ভবনে একটি লাইব্রেরীর বই রাখার গোডাউনের মধ্যে থাকা তিয়ানশী হেলথ কেয়ার এন্ড সাপোর্ট সেন্টার নামের একটি বিতর্কিত প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ। সেখান থেকে কতিপয় ঔষুধ ও ভেষজ জাতীয় পন্য জব্দ করা হয়েছে। বুধবার বিকালে ঝালকাঠির থানা পুলিশ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজার নেতৃত্বে ওই অভিযান চালায়। সেন্টার পরিচালনাকারী আজিজুর রহমান প্রতিষ্ঠানের লাইসেন্স বা কোন ধরণের কাগজপত্র দেখাতে পারেনি। আজিজুর রহমান দাবী করেছেন শৈবাল ও ভেষজ গুন সম্পন্ন সম্পুরক খাবার হিসাবে চীনের উৎপাদিত পন্য এখানে সদস্য করে বিক্রয় করা হয়। পুলিশের ধারণা এই পন্যের অন্তরালে মাদক বা নেশাজাতীয় দ্রব্যের বাজারজাতকরণ হচ্ছে।