ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী নবান্ন উৎসব শুরু হয়েছে। ১৫ জানুয়ারী বুধবার থেকে শুরু হওয়া নবান্ন উৎসবের আয়োজন করে ছোনাউটা শ্রীগুরু সংঘ আশ্রম। অনুষ্ঠানে দেশী-বিদেশী বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহন করে। ৮৮তম এ নবান্ন উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ আমীর উদ্দিন প্রধান অতিথি ছিলেন।
