জামালপুর সংবাদদাতা : ধর্মীয় যথাযোগ্যে মর্যাদায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মধ্যদিয়ে ১৪জানুয়ারী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বকশীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলা পরিষদ মসজিদ থেকে মসজিদ ভিক্তিক শিশু কিশোর সমাবেশ ও মহানবীর জীবন ও শিক্ষাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেশ ইমাম মাওলানা এনায়েত উল্লাহ নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালী শেষে মসজিদ প্রাঙ্গনে শিশু কিশোর শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত হাম নাত আজান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। পরে ফাউন্ডেশনের সুপারভাইজার মোহতাছিন বিল্লাহ বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন।
মেলান্দহ উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এক বর্ণাঢ্য র্যালী বের করে। উপজেলা নির্বাহী কর্মকর্ত সাজিয়া জামান র্যালীর নেতৃত্ব দেন।