ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ইসলামী ব্যাংক ছাতক শাখার উদ্যোগে ইসলামপুর ইউনিয়নে দুস্থ শীতার্থ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ১৪ জানুয়ারী মঙ্গলবার দুপুরে এমদাদ নগরে শতাধিক দরিদ্র শিশুদের মাঝে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এড. সুফি আলম সোহেল। অন্যান্যের মধ্যে ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, ইব্রাহিম সাদেক, সমাজসেবী হাবিবুল আহমদ জুলহাস, উত্তর সুরমা ইসলামীক সোসাইটির অফিস সম্পাদক সুজাউল কবির শামীম, আক্রম আলী, এমাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বন্ধন যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আহমদ, হুমায়ূন মিয়া, দুবাই প্রবাসী তোফায়েল আহমদের অর্থায়নে ছাতক পৌর শহরের ভাজনামহল-কুমনা এলাকার শতাধিক দুস্থ শীতার্থদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় সংস্থার সভাপতি আব্বাস মিয়া, সহ-সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান, সদস্য সুয়েব আহমদ, ফজল আহমদ, রিপন আহমদ, আসাদ মিয়া, করিম মিয়া, মকসুদ আহমদ, আলমগীর হোসেন, পাবেল আহমদ, হাসান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।