গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের জহুরা প্লাজার ‘নিউ আলী বস্ত্র বিতান’ নামক একটি বস্ত্রবিপনীতে মঙ্গলবার দিবাগত রাতে এক রহস্যজনক দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল খোঁয়া যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় শহরের ব্যবসায়িদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।
দোকানের সত্ত¡াধিকারি ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি মো. হায়দর আলী জানান, দুর্বৃত্তরা সম্ভবত শার্টারের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে এবং অধিকাংশ দামী কাপড় চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।
গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব ও গোপালপুর থানার উপ-পরিদর্শক দেওয়ান ইব্রাহীম ও প্রদীপ চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার সন্ধ্যায় ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা বা জিডি হয়নি। ঘটনায় শহরের ব্যবসায়িদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।
প্রসঙ্গত, ৪বছর আগে ওই দোকানসহ ৫টি ইতিপূর্বেও তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছিল।