কুমিল্লা প্রতিনিধি : কুমিলা-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের অভিযানে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার শাড়ী ও ওষুধ আটক করেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় সীমান্তবর্তী বিবির বাজার সীমান্ত থেকে উদ্ধার করে।
বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. শহিদুর রহমান জানান- কুমিলা স্থলবন্দর বিবির দিয়ে ভারতীয় থেকে চোরাই পথে বাংলাদেশে আনার চেষ্টা করছিল চোরাকারবারীরা। পরে বিজিবি সদস্য খবর পেয়ে রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উন্নতমানের শাড়ী ও যৌণ উত্তেজনক ওষুধ আটক করে। এ সময় উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মূল্য দেড় কোটি টাকা বলে ধারণা করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল কুমিলা কাস্টমস গোডাউনে জমা দেয়া হয়েছে।
