সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজিপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠ শিল্পী শাহআলী (৭৭) ১৩ জানুয়ারী সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……………রাজিউন)।
জানা গেছে, সন্ধার পর শাহআলী ঢেকুরিয়া বাজারে চায়ের দোকানে বসা ছিলেন। এ সময় তিনি অসুস্থ্যবোধ করার পর রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। শাহআলী একজন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধের সময়ে তিনি গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করতেন দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতে। তার কন্ঠের দেশাত্ববোধক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গান মুক্তিকামী জনতাকে অনুপ্রানিত করতো। জীবিতাবস্থায় শব্দ সৈনিক শাহআলী অর্থ কষ্টে ভুগছিলেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান গেয়েছেন। শাহ আলীকে নিয়ে এটিএন নিউজে মুন্নিসাহা একটি প্রতিবেদন প্রকাশ করেন। মৃত্যুকালে স্ত্রী,২ ছেলে ৩ মেয়ে আতœীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার মাইজবাড়ি দাখিল মাদরাসায় বাদ জোহর তার জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।
