সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাত-পুলিশ গুলিবিনিময়ের সময় ৫ ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক, হ্যান্ডকাপ, দেশীয় অস্ত্রসহ ডাকাতির সরংঞ্জাম উদ্ধার করা হয়। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, মঙ্গলবার মধ্যরাতে বেলকুচি উপজেলার রাজাপুরের বোলগাছি গ্রামে সংঘবন্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৫ ডাকাতকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে পুলিশের ২টি পোশাক, ১ জোড়া হ্যান্ডকাপ, ৩টি রামদাসহ ডাকাতির সরংঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হলোঃ- বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বোলগাছি গ্রামের আব্দুল মমিন, একই এলাকার গুচ্ছপাড়ার মুসা সেখ, ঠাকুরপাড়ার নজরুল ইসলাম, আব্দুস সালাম ও বাওগ্রামের ইসমাইল হোসেন।