তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার। অথচ মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জামায়াত শিবির ও তার দোসর বিএনপি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। ভোট দিতে যাওয়ার কারণে সংখ্যালঘু নারীদের গণধর্ষণ করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে মহাজোটের নেতা কর্মীরা চোখ বুজে বসে থাকবে না। হামলাকারিদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে প্রয়োজনে মারের বদলা মার দেওয়া হবে।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরার তালা উপজেলা সদরের ডাকবাংলোর সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের তালা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সাতক্ষীরা- ১ আসনেরসাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এসব কথা বলেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের তালা শাখার সভাপতি সুভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠণের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধু, তালা শাখার সাধারন সম্পাদক সমীর কুমার দাস, উত্তরণের পরিচালক শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা অমল কুমার ঘোষ, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড. অনিত মুখার্জী, তালা মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা যুবলীগের সভাপতি মীর জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জাতীয় পার্টির তালা শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মীর জিলুর রহমান, মুক্তিযোদ্ধা মাষ্টার আলাউদ্দিন, ভুমিজের নির্বাহী পরিচালক অচিন্ত কুমার সাহা প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের উপর সহিংসতা চালিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। ভাঙচুর ও লুটপাট শেষে অগ্নিসংযোগ করা হচ্ছে তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। সহিংসতা হাত থেকে রেহাই পাচ্ছে না মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ অফিস, সাধারন মানুষ ও আইনপ্রয়োগকারি সংস্থার সদস্যরা। এদেরকে প্রতিহত করতে জামায়াত শিবিরের রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে। সহিংসতার ঘটনাগুলো বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন দলিত পরিষদ, অন্ত্যজ পরিষদ, কলেজ শিক্ষক সমিতি, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, তালা প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, উত্তরণ, উন্নয়ন প্রচেষ্টা, মুক্তি পরিষদ, ভ‚মিজ, রুপালীসহ বিভিন্ন মানবাধিকার, রাজনৈতিক ও সামাজিক সংস্থা।
