মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ও মেহেরপুর পৌরসভার হিসাবরক্ষক জাহিদ হাসানের ছেলে সাইদ হাসান প্রান্ত (১৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ৪ দিন পরে ১৩ জানুয়ারী সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহরের উপকন্ঠে নির্মাণাধীন বাস টার্মিনালের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারন তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তদন্তের পর হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। প্রান্তর বাবা জাহিদ হাসান জানান, ৯ জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ করে নিখোঁজ হয় সে। এরপর অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার সন্ধ্যার আগে পার্শ্ববর্তী একটি মাদরাসার ছাত্ররা ক্রিকেট খেলতে গিয়ে প্রান্তর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিযে লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর থেকে এলাকাবাসীর মধ্যে চলছে নানা ধরনের জল্পনা-কল্পনা। কেউ বলছেন চাঁদার দাবিতে তাকে তুলে নিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আবার কেউ বলছেন, প্রেম ঘটিত কারনে প্রান্ত আত্মহত্যা করেছে। তার এক বন্ধু জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে তাকে মোবাইল ম্যাসেজে সে লিখেছিলো এই নম্বরে আমাকে আর পাবিনা। লাশের সাথে পাওয়া চিঠিটিতে সে তার এক বন্ধুকে জানের জান সম্বোধন করে লিখেছিলো তার মৃত্যুর জন্য সে দায়ি নয়। তবে কি কারণে খুন হয়েছে তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও পুলিশ বলেছে সত্বর হত্যা রহস্য উদঘাটন হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রান্তর লাশ মেহেরপুর সদর থানা চত্বরে রাখা ছিলো। মঙ্গলবার লাশ ময়না তদন্ত শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
এ দিকে নিখোঁজ প্রান্ত’র লাশ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার, সহপাঠি ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।