মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) ৭ নং এলাকা পরিচালক পদে নির্বাচনে ৫ম বারের মত রেজাউল করিম জয়লাভ করেছেন। ১৩ জানুয়ারী সোমবার মুজিবনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এদিন সন্ধ্যায় ফলাফল ঘোষনা করেন মেহেরপুর পিবিএস’র রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান মোঃ অলিউল্লাহ মিয়া। মোট ৫ হাজার ৬৯৮ টি ভোটের মধ্যে পোল হয় ২ হাজার ৩৯১ টি ভোট। এতে রেজাউল করিম (বাল্ব) ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী অজিমুল বারী মুকুল (ছাতা) পেয়েছেন ৮৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রার্থী একরামুল হক (মাছ) পেয়েছেন ৬০৬ ভোট এবং রেফাউল হক (চেয়ার) পেয়েছেন ১৪ ভোট। বাতিল হয়েছে মাত্র ৬ টি ভোট। এদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।