বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর নেংটিহাড়ায় নামক এলাকায় অজ্ঞাতনামা ১৩/১৪ বছরের এক কিশোরীর গলায় উড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর নেংটিহাড়া গ্রামের পশ্চিমপার্শ্বে পাখরডাঙ্গী বিডি-৭৫নং গভীর নলকূপের পার্শ্বে মঙ্গলবার ভোরে স্থানীয় লোকজন রাস্তার পাশে অজ্ঞাত নামা কিশোরীর লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে এবং তার পড়নে ছিল আকাশী রঙের সেলোয়ার ও লাশের পাশে পড়েছিল লাল রঙের পায়জামা এবং সবুজ রঙের হ্যান্ড ব্যাগ উদ্ধার করে লাশ থানায় নিয়ে আসে। এসময় বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস, এলাকার লোকজনকে লাশটির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সহযোগিতা চাওয়া হলে কেউ লাশটিকে সনাক্ত করতে পারেনি। পুলিশের ধারনা কিশোরীকে গণধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার বালিয়াডাঙ্গী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।
