নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৪ আসনের এমপি ইঞ্জিঃ মোস্তফা আলী মুকুল বলেছেন, দেশের জনগণ এই সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিশ্বজনমতও সরকারের পক্ষে নেই। এরপরও সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখছে। জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। গতকাল বগুড়ার নন্দীগ্রামে দুপুর ১২টায় ১৮ দলের অবরোধ সফল করার লক্ষে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় তিনি ওই কথাগুলো বলেন। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ,সাধারণ সম্পাদক গোলাম রব্বানী,সাংগঠনিক সম্পাদক গোলাম আজম,বিএনপি নেতা পৌরসভার মেয়র সুশান্ত কুমার শান্ত,আ.রাজ্জাক বাবু,আ.বারী বারেক,ওমান গণি মাসুদ,উপজেলা যুবদলের সভাপতি আলেকজান্ডার,সাধারণ সম্পাদক আ.ওহাব,যুবদল নেতা জিয়াউর রহমান রুবেল,সাইদুর রহমান মিলন,আবুল কালাম আজাদ,উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোরশেদুল বারী দুলাল,সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন,ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখ।
