টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার দাড়িয়াপুর পাহাড়ে অবস্থিত হাজারো বছরের সেই পুরোনো ঐতিহ্য ধারাবাহিকতায় আজও ধরে রেখেছে ফাইলা পাগলার মেলা । দশ দিনের এই মেলা ৯ জানুয়ারী সকাল থেকেই সারাদেশ থেকে বিভিন্ন ধরনের হাজার হাজার পাগলের আগমন ঘটে এবং লক্ষ লক্ষ মানুষ আসে মনের ভাসনা পুরন করতে খাসী,মুরগী গরু,ছাগল নিয়ে আসে। ১১ জানুয়ারী থেকে শুরু হয়ে ২১শে জানুয়ারী পর্যন্ত চলবে এই মেলা। বিষয়টি নিশ্চিত করেছেন ফাইলা পাগলার মেলা সভাপতি ও সম্পাদক।
সখিপুর থানার এ এস আই হারুনুর রশিদ জানায়,উপজেলার দাড়িয়াপুর পাহাড়ে অবস্থিত হাজারো বছরের ফাইলা পাগলার মেলায় দেড় বর্ঘ মাইল জুরে প্রায় ছোট বড় মিলিয়ে ৫ হাজার নানান ধরনের দোকান বসেছে। তার মধ্যে হোটেল,চায়ের দোকান,জিলাপী,কসমেটিক্্র, ফার্নিচান ,কাপড়ের দোকান, কদমা বাতাসার দোকান, মিষ্টির দোকান, খেলনার সহ বিভিন্ন ধরনের স্থান পেয়েছে।
এব্যাপারে উপজেলা নিবার্হী আফিসার মোহাম্মদ আবু নাসের বেগ জানান, দুর থেকে পাগলের ভক্তরা যারা এসেছেন তাদের থাকা, খাওয়া এবং নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তাছাড়াও অস্থায়ী পুলিশ ফাড়ির ব্যবস্থা আছে।