শ্যামলবাংলা স্পোর্টস : অস্ট্রেলিয়ান ওপেনের শুরুতেই ছিটকে পড়েছেন সাবেক এক নম্বর তারকা ভেনাস উইলিয়ামস। ১৩ জানুয়ারী সোমবার বছরের প্রথম গ্র্যান্ড স্লামে ২২তম বাছাই একাটেরিনা মাকারোভার কাছে ২-৬, ৬-৪, ৬-৪ সেটে হেরে যান ৭ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ভেনাস।

প্রথম রাউন্ডেই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে হারিয়ে চমক দিলেন র্যাঙ্কিংয়ের পেছন দিকে থাকা রাশিয়ার মাকারোভা। কোর্টে মাকারোভাকে সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় ৩৩ বছরের ভেনাসকে। প্রথম সেটে ভেনাস এগিয়ে থাকলেও পরের দুটো সেটে ভেনাসকে হারাতে বেগ পেতে হয়নি মাকারোভাকে।
এছাড়া টুর্নামেন্টের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছেন আরও ২ বাছাই খেলোয়াড় পেত্রা কেভিতোভা ও সারা এরানি।
