স্টাফ রিপোর্টার : শেরপুর চেম্বারের নিজস্ব অর্থায়নে দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারী সোমবার শহরের কালির বাজার চেম্বার ভবন মিলনায়তনে চেম্বার সভাপতি গোলাম কিবরিয়া লিটন ১শ ৫০ দরিদ্র মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। ওইসময় অন্যান্যের মধ্যে সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, পরিচালক হায়দার আলী, আরিফ হাসান, বশিরুল ইসলাম শেলু প্রমূখ উপস্থিত ছিলেন।