শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্য নয়নকে গ্রেফতার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ১২ জানুয়ারী রবিবার রাতে শ্রীবরদী থানার এসআই আবুল কালাম আজাদ ও এএসআই শহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামাহাটা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উলেখ্য, গত কোরবানীর ঈদের কয়েকদিন আগে শ্রীবরদী-শেরপুর সড়কের হালগড়া ষ্টীল ব্রীজ এলাকায় গরুবাহী ভটভটির গতি রোধ করে ডাকাতির ঘটনা ঘটে। ওই মামলায় নয়ন এজাহারনামীয় আসামী।
