মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর বাজারে আজ সোমবার সন্ধায় ট্রাকের চাকায় পিষ্টো হয়ে লিটন (১০) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত লিটন উপজেলার যসপুর প্রামে মৃত সাইফুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী গোপিনাথপুর এলাকার জাকির হোসেন জানান, লিটন বাইসাইকেল যোগে রাজাপুর আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসার পথে গোপিনাথপুর বাজার এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
