শ্যামলবাংলা বিনোদন : ‘ডিজিটাল প্রযুক্তির ছবির নামে এখন অনেক কিছুই হচ্ছে, এসব ছবির সঙ্গে নিজেকে যুক্ত করার কোন ইচ্ছে নেই। তবে ভাল গল্প আর ভাল নির্মাতার কাজ অবশ্যই করব।’ বললেন চলচ্চিত্রে জনপ্রিয় অভিনয়শিল্পী রিয়াজ। ৭ মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। যুক্তরাষ্ট্রে রিয়াজ স্থায়ী হচ্ছেন, এমন গঞ্জন শোনা গেলেও রিয়াজ তা গুজব বলে উড়িয়ে দিয়ে বলেন, তিনি আশিয়ান গ্রুপের পরিচালক। যুক্তরাষ্ট্রে আশিয়ান গ্রুপের শাখা অফিস করার জন্যই সেখানে গিয়েছিলেন।

চলচ্চিত্র নিয়ে রিয়াজ বলেন, দেশের এখন যে অবস্থা, চলচ্চিত্রের মধ্য দিয়ে এ ব্যাপারে সবাইকে ইতিবাচক কিছু দিকনির্দেশনা দেওয়া সম্ভব। চলচ্চিত্র কিন্তু শুধু বিনোদনের মাধ্যম নয়, পাশাপাশি তা মানুষের সুস্থ্যধারার চিন্তাভাবনার বিকাশ ঘটায়। এই মাধ্যমকে আমরা ইতিবাচকভাবেও কাজে লাগাতে পারি। চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে রিয়াজ বলেন, ভালো গল্প ও নির্মাতা পেলে প্রয়োজনে আশিয়ান গ্রুপ থেকেও প্রযোজনা করব।
