শ্যামলবাংলা ডেস্ক : ভারতের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানন্ত্রী লি কেকিয়াং। ১৩ জানুয়ারী সোমবার ঢাকায় চীনা দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে ওই তথ্য নিশ্চিত করেন।

ওই সময় তিনি জানান, এক বার্তায় চীনের প্রধানমন্ত্রী তার সরকার, দেশের জনগণ ও তার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। বার্তায় চীনের প্রধানমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ ঘনিষ্ঠ প্রতিবেশী। সা¤প্রতিক সময়ে ২ দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়েছে এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে। এছাড়া ভিয়েতনাম ও কম্বোডিয়ার সরকারও শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে আলাদা বার্তা পাঠিয়েছে।
এর আগে রবিবার বিকেলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে টেলিফোনে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। শেখ হাসিনাকে টেলিফোন করার পাশাপাশি অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন তিনি।
উলেখ্য, ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর রবিবার তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
