নীলফামারী প্রতিনিধি : দীর্ঘদিন পর নীলফামারী থেকে একজন মন্ত্রী পাওয়ায় আনন্দ উলাসে ফেটে পড়েছে নীলফামারীবাসী। রবিবার নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর শপথ নেয়ার পর পরই নীলফামারী আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সমবেত হয়ে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাৎক্ষণিক অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্ধন বাপী, সাধারণ শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চক্রবর্তী প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।