ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ১২ জানুয়ারী রবিবার গভীর রাতে স্থানীয় মো. ইউনুচ হাওলাদারের বাড়িতে ওই ডাকাতি হয়। ওইসময় ডাকাতদের রামদার কোপে আহত হয়েছে নারীসহ ৪জন। আহতরা হচ্ছেন আয়শা বেগম (৪০), আমুয়া শহীদ রাজা ডিগ্রীকলেজের ছাত্রী সিমা আক্তার নুপুর (১৯), এনামুল হক লিটন (৩১) ও আব্দুল খালেক হাওলাদার (৪৫)। আহতদের আমুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ছোনাউটা গ্রামের ইউনুচ হ্ওালাদারের ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকার ও মূল্যবান জিনিস পত্রসহ ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা হবার পরই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।