চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা-ঠাকুরপুর সড়কের পীরপুরকুল্লা ব্রীজমোড় নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ডালিম হোসেন (২৫) নামের এক যুবক নিহত এবং আলমগীর হোসেন (৩৫) ও আশমাউল হক (২২) গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদ্বয়ের অবস্থা আশংকাজনক।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব জানান, সোমবার বিকাল চারটার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের তোতা মিয়ার ছেলে ডালিম হোসেন, নজীর আহমেদের ছেলে আশমাউল হক ও সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলমগীর হোসেন স্থানীয় কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে ঠাকুরপুর যাওয়ার পথে পীরপুরকুল্লা ব্রীজমোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা দিলে তারা গুরুতর আহত হয়। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে ডালিম হোসেন মারা যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সউদ কবির মালিক (জন) বলেন, আহত দুজনের অবস্থাও আশংকাজনক। তাদের মাথায় আঘাত লেগেছে। দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গার বাইরে রেফাড করা হবে।
