চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জজকোর্ট ভবনের বিপরীতে পরিত্যাক্ত পুরাতন জেলখানার পাশ থেকে ৮টি পেট্রোল বোমা উদ্ধার করেছে জাতীয় গোয়েন্দা নিরাপত্তার (এনএসআই)এর সদস্যরা। সোমবার দুপুর ১টার দিকে খয়েরী রঙের একটি পলিথিন ব্যাগের ভেতর রাখা পরিত্যাক্ত অবস্থায় এ বোমা উদ্ধার করা হয়। বোমাগুলো উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়ে রাখা হয়েছে।
চুয়াডাঙ্গায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তার উপ-পরিচালক জাফর ইকবাল জানান, গোপনে খবর পেয়ে পেট্রোল বোমা গুলো উদ্ধার করা হয়। বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে এ বোমা গুলো এনে রাখা হয়েছিলো বলেও তিনি মনে করেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) ফারুক হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে কোমল পানীয় বোতল দিয়ে তৈরি বোমাগুলো উদ্ধার করা হয়েছে। যেহেতু পাশেই কোর্ট এলাকা, এজন্য কেউ জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বোমাগুলো ওখানে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।
