মোঃ আমিনুর ইসলাম,গাবতলী, বগুড়া : বগুড়ার গাবতলীতে কিশোরীকে অপহরন করে আটকরেখে ধর্ষনের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। আভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের দুর্গাহাটা ঘোষপাড়া গ্রামের দিন মজুর জনৈক মজিবুর রহমানের কন্যা (১৫) কে একই ইউনিয়নের দুর্গাহাটা দহপাড়া গ্রামের মৃত কান্দুর পুত্র মোঃ আঞ্জুর রহমান আঞ্জু গত ৫ জানুয়ারী সন্ধ্যায় ঐ কিশোরীকে অপহরন করে পাশ্ববর্তি সারিয়াকান্দী উপজেলার আঞ্জুর বোনের বাড়ী ফুলবাড়ীতে নিয়ে যায় এবং আটক রেখে ধর্ষন করে বলে অভিযোগে বলা হয়েছে। এই ঘটনায় ১৩ জানুয়ারী সোমবার আঞ্জুকে আসামী করে গাবতলী থানায় একটি অভিযোগ করা হয়েছে
