ইমরান হোসাইন, তানোর : তিন কিলোমিটার কাঁচা রাস্তা ও একটি কালভার্ট বা সেতু নির্মাণের জন্য শুধু ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান ও পৌরসভার মেয়র কাউন্সিলর নয় সাবেক এক মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেন নি। একারণে বাধ্য হয়ে ১০ গ্রামের প্রায় শতাধিক কৃষক সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কাজে দু’দিন ধরে মাটি কাটছেন। আরও পাঁচদিন মাটি কাটা হলে রাস্তাটি সংস্কার হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহু শতাব্দীর আগে রাজশাহীর তানোরে শিবদনের মাঝখানে জেগে উঠে প্রায় ১ হাজার বিঘার (রহিমাডাঙ্গা নামক) চর। ওই চরে বর্ষা মৌসুমে শিবদনের পানি উঠে। একারণে আমন মৌসুমে কোন আবাদ করতে পারেন না চাষিরা। ফলে আশ্বিন কার্তিক মাসে বর্ষার পানি নেমে যাবার পর সেখানে আগাম জাতের আলু চাষ করা হয়। ওই আলুর জমিতে বোরো চাষ করেন চাষিরা। সেখানে যাতায়াতের জন্য প্রায় ৫০ বছর আগে তিন কিলোমিটার কাঁচা রাস্তা ও একটি কালভাট নির্মাণ করা হয়। রাস্তা ও কালভার্টটি নির্মাণের পর সংস্কারের অভাবে ভেঙ্গে পড়ে। একারণে গত প্রায় ৩০ বছর ধরে ওই রাস্তাটি দিয়ে গরুর গাড়ি তো দূরে কথা পাঁয়ে হেঁটে চলাচল করা খুবই কষ্টকর হয়।
এনিয়ে জিওল গ্রামের আলু চাষি কাউন্সিলর মুনজুর রহমান ও আলী হোসেন জানান, ওই রহিমাডাঙ্গা চরে প্রতিবারের ন্যায় এবারো প্রায় ৮০০ বিঘা জমিতে কৃষকরা আগাম জাতের আলু চাষ করেছেন। এসব রোপিত আলুর বয়স ৬০ থেকে ৭০ দিন চলছে। তারা প্রতিবারের ন্যায় এবারো এসব আলু খুলনা বিভাগে বিক্রির জন্য প্রস্তুতি নিয়েছেন। তবে, রাজনৈতিক অস্থিরতার কারণে আলুর দাম অনেক কম। এছাড়া ট্রাক ভাড়া তিনগুণ বৃদ্ধি পেয়েছে। এঅবস্থায় মাঠ থেকে আলু উঠানো হলে লাভের চেয়ে লোকসান অনেক বেশি গুনতে হবে। একারণে এবারে মাঠ থেকে আলু উঠাতে ভয় পাচ্ছেন তারা। এছাড়া কৃষকরা শিবদনের জেগে উঠা নিচু জমিতে বোরো চাষ শুরু করেছেন। এঅবস্থায় রহিমাডাঙ্গা চরের রোপিত আলু উঠানো হলে মাথায় বহণ ছাড়া সম্ভব নয়। ফলে বাধ্য হয়ে গরুর গাড়ি চলাচলের রাস্তা বের করতে ভেঙ্গে পড়া রহিমাডাঙ্গা বালুচরের রাস্তাটি সংস্কারের জন্য কৃষকরা সেচ্ছাশ্রমে মাটি কাটছেন।
এনিয়ে জিওল গ্রামের উসমান আলী ও ওমর আলী জানান, রহিমাডাঙ্গা মৌজার বালুচর নামক রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিল ও এমপি মন্ত্রীদের সরণাপন্ন হন তারা। রাস্তাটি সংস্কারের জন্য সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপি নেতা ব্যারিষ্টার আমিনুল হক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বেশ কয়েকবার পরিদর্শন করে প্রতিশ্র“তি দিলেও বাস্তবায়নে পড়েছে ভাটা। এভাবে বছরের পর বছর গেলেও নির্মিত করা হয়নি রাস্তা ও কালভার্ট। যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় রহিমাডাঙ্গা চরের হাজারো কৃষককে। কৃষকরা তাদের দূর্ভোগ থেকে বাঁচতে সেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারের জন্য গত দু’দিন ধরে মাটি কাটছেন। আরো পাঁচ থেকে ছয়দিন মাটি কাটা হলে রাস্তাটি সংস্কার হবে। তবে, কালভার্ট নির্মাণ নিয়ে তারা হতাশায় ভুগছেন।
এনিয়ে তানোর উপজেলার জিওল গ্রামের কৃষক মহসিন রেজা, ভাতরন্ড গ্রামের আতাউর রহমান, ভদ্রখন্ড গ্রামের আবদুল বারী ও মোহনপুর উপজেলার ভীমনগর গ্রামের হাজী মুন্তাজ আলী, পালশা গ্রামের মেরাজ আলীসহ আরো অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, মেম্বার, চেয়ারম্যান ও এমপি, মন্ত্রীরা ভোট নিয়ে তারা আখের গোছানো কাজে ব্যস্ত থাকেন। মানুষের উপকার করার প্রতিশ্রুতি দিয়ে তাদের আর মনে থাকে না। তারা এমপি মন্ত্রী আর চান না। এমন ধোকাবাজ জনপ্রতিনিধিদেরকে ভোটে অংশ গ্রহণ না করার তারা অনুরোধ জানান।
এনিয়ে তানোর পৌরসভার মেয়র ফিরোজ সরকার বলেছেন, রাস্তাটি সংস্কার ব্যাপারে তার সদইচ্ছা থাকলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। তবে, এনিয়ে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।