কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন স্বপনের বাড়ীতে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও গ্রামের স্বপনের বাড়ীর লাকড়ি ভর্তি একটি ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে ছাই হয়ে গেছে ঐ ঘরটি। ঘটনার পর রাতেই কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. নাজমূল হক ভূঁইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিকল্পিত ভাবে দুর্বৃত্তরা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটাতে পারে।
