পুতুল রানী সাহা, কবিরহাট (নোয়াখালী) : নোয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক এবিএম রিয়াজ হোসেন এর বাড়ীতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব লামছি গ্রামে ১২ জানুয়ারী রবিবার গভীর রাতে সন্ত্রাসীরা ছাত্রনেতা রিয়াজের বাড়ীতে হামলা চালায় এবং ঘরে অগ্নিসংযোগ ঘটায়। এতে তার বসতবাড়ীর আংশিক পুড়ে যায়। এতে ক্ষতি হয় তার থাকার ঘর, রান্নাঘরসহ বহু আসবাবপত্র। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা রিয়াজ ও তাঁর ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান। এব্যাপারে কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, ঘোষবাগ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীন ভূইয়া মিন্টু, সাধারণ সম্পাদক কে এম. আলাউদ্দিন যুবলীগ নেতা করিম উল্যাহ, ছাত্রলীগ নেতা টিটু ও সাদ্দামসহ আরও অনেকেই এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানান।