সাতক্ষীরা প্রতিনিধি : সারাদেশে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ সম্পদ ধ্বংস জীবনহানি ও মুক্তিযোদ্ধাসহ প্রগতিশীল মানুষের ওপর হামলা নির্যাতন ও হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানবন্ধন কর্মসুচি পালিত হয়েছে। এসময় বক্তব্য দেন, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা আবু নছিম ময়না, কাজী রিয়াজ, আবুল খায়ের, আলীনুর খান বাবুল, মাধব দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে তারা দেশ ও জাতীর শত্রæ। সংখ্যালঘুদের ওপর হামলাকারিদের দ্রæত গ্রেফতার করে বিশেষ ট্রাইবুনাল গঠন করে তাদের বিচার করার দাভী জানান বক্তারা।
মানবন্ধন কর্মসুচিতে সংহতি প্রকাশ করেন, সাতক্ষীরা সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খীষ্টান ঐক্য পরিষদ, রুখে দাড়াও বাংলাদেশ, মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাব, প্রথম আলো বন্ধু সভা, মহিলা পরিষদ, উদিচী শিল্পগোষ্টি, সিরাজুল আলম খান পাঠ্যচক্র প্রমূখ।