স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া দর্জি পাড়ায় ঐতিহ্যবাহী ষাড় দৌড়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারী রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় ইসলামপুর উপজেলার ডাকপাড়া গ্রামের নুর মোহাম্মদ চ্যাম্পিয়ন একই উপজেলার নান্দের চর গ্রামের আজিম মন্ডল রানার-আপ, পাংখা আলী তৃতীয় এবং মিষ্টার আলী চতুর্থ স্থান লাভ করে।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ছানোয়ার হোসেন ছানু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর কামারের চর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবীব, ঝিনাইগাতীর ওসি (তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার, শিক্ষাবিদ শাহজাহান আকন্দ, হাবিবুর রহমান, নজরুল ইসলাম প্রমূখ। খেলায় প্রধান বিচারক ছিলেন মজিবর রহমান।
বিজয় দিবসে শুরু হওয়া প্রায় মাসব্যাপি এ খেলায় বিভিন্ন জেলার বাছাইকৃত ৮টি দল অংশ নেয়। প্রতিটি দলে ষাড়ের সংখ্যা ছিল ৪টি।