চারঘাট প্রতিনিধিঃ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত আলহাজ্ব শাহরিয়ার আলম প্রতিমন্ত্রী হওয়ায় চারঘাটে আনন্দ মিছিল হয়েছে। রবিবার বিকাল সাড়ে তিনটায় বঙ্গভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করার পরপরই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে চারঘাটে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি চারঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর চৌরাস্তার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান জমেলা বেগম, রাজশাহী জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক অধ্যাপক মাজদার রহমান, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, উপজেলা যুবলীগের সভাপতি ইমদাদুল ইসলাম, সাঃ সম্পাদক আব্বাস আলী শেখ, চারঘাট ইউনিয়ন আ’লীগের সাঃ সম্পাদক মতিউর রহমান মতি, স্বেচ্ছাসেবকলীগের সাঃ সম্পাদক আঃ মমিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি একরামুল হক, ছাত্রনেতা ইমদাদ, কায়নুর প্রমূখ। নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে স্থানীয় আওয়ামীলীগ নেতারা জানিয়েছেন।
